দুই সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ১২:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
দুই সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার রাত সোয়া ১১টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় সফরসঙ্গীদের নিয়ে ঢাকার পথে যাত্রা করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। পরে শুক্রবার স্থানীয় সময় সকালে ফ্লাইটটি ফিনল্যান্ডের হেলসিঙ্কি-ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হেলসিঙ্কিতে ঘণ্টা দু’য়েকের যাত্রাবিরতির পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেন।