রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকান্ড চালু থাকবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
১৪ জন ছাত্রের মাথার চুল কেটে দেয়ার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকান্ড চালু থাকবে বলে জানিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার শাহ আলী জানিয়েছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আইন অনুযায়ী সাময়িক বহিস্কারকৃত শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে, অনশনের কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় অনশনের পরিবর্তে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে ধর্মঘট শুরু করে।