নিখোঁজের ৭ দিন পরও বরগুনার ৩২ জেলের খোঁজ পাওয়া যায়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে ট্রলার নিখোঁজের ৭ দিন পরও বরগুনার পাথরঘাটা উপজেলার ৩২ জেলের খোঁজ পাওয়া যায়নি।
ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এক সপ্তাহ আগে এফবি মায়ের দোয়া ও এফবি আব্দুল্লাহ ট্রলার বঙ্গোপসাগরে নিখোঁজ হয়। ট্রলার ও জেলেদের উদ্ধারে অভিযান চলছে। তবে, এখনও খোঁজ পাওয়া যায়নি তাদের। উদ্বিগ্ন সময় পার করছেন পরিবার ও স্বজনরা। পাথরঘাটা স্টেশনের কমান্ডার লুৎফুর রহমান জানান, কোস্টগার্ড দক্ষিণ ও পশ্চিম জোনসহ সবাইকে বিষয়টি জানানো হয়েছে। তারাই অভিযান পরিচালনা করছেন। ১ ট্রলারে ১২ এবং অন্যটিতে ২০ জন জেলে মাছ ধরতে সাগরে গিয়েছিলেন।