নির্মাণ হয়েছে বিশেষায়িত ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র
- আপডেট সময় : ০৭:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মাণ করা হয়েছে বিশেষায়িত ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র । যেখানে রয়েছে অত্যাধুনিক ডোপ টেস্ট মেশিন। যার মাধ্যমে মাদক গ্রহণের তিন মাসের মধ্যে পরীক্ষা করলেও মিলবে প্রমাণ।জিমনেসিয়াম,গেমস রুমের পাশাপাশি রয়েছে লাইব্রেরীতে পড়াশোনার সুযোগ। কোন রোগী যেন আত্মহত্যার চেষ্টা করতে না পারে, সে জন্য রাখা হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক তথ্য মতে দেশে মাদকসেবীর সংখ্যা ৭৫-৮০ লাখ ।প্রতিনিয়ত নতুন নতুন মাদকের সন্ধান যেমন পাওয়া যাচ্ছে,তেমনি বেড়েই চলছে মাদকসেবীর সংখ্যা । দেশে মাদকাসক্তদের চিকিৎসা ব্যবস্থা খুবই সীমিত।যেগুলো আছে ,সেগুলোর বেশিরভাগেই রয়েছে নানা অনিয়মের অভিযোগ।
এমন বাস্তবতায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে অনেকটা নান্দনিক পরিবেশে নির্মান করা হয়েছে অত্যাধুনিক মাদক নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র । পুলিশ কল্যান ট্রান্সের উদ্যোগে তৈরি এই মাদক নিরাময় কেন্দ্রে ৬০ শয্যার ২২টি কক্ষ।যেখানে পুরুষদের জন্য ৪৬ টি আর নারীদের জন্য রাখা হয়েছে ১৪ টি সিট।
রোগীরা যেন আত্মহত্যার চেষ্টা করতে না পারে বিষয়টি মাথায় রেখে রাখা হয়নি সিলিং ফ্যান। দরজায় রাখা হয়নি লক সিস্টেম।
মেডিক্যাল অফিসার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক কনসালটেন্ট থাকবেন রোগীদের সেবা দিতে। রয়েছে বিশেষ কেবিন ও ইনডোর গেমসের ব্যবস্থা।শরীরচর্চার জন্য রাখা হয়েছে ব্যায়ামাগার।কেন্দ্রটির ভবনের ছাদে রয়েছে বাগান।
ডোপ টেস্টের বিষয়ে থাকছে আধুনিক প্রযুক্তির উৎকর্ষতা।
আগামী ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করবে স্বরাষ্ট্রমন্ত্রী