বোমারু মিজানের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- আপডেট সময় : ১২:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আদালত ভবনের পুলিশ চেক পোস্টে আত্মঘাতি বোমা হামলায় পুলিশ কনস্টেবলসহ দুই জন নিহতের মামলায় বোমারু মিজানের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে জেএমবি নেতা জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
টানা ১৬ বছর আইনী প্রক্রিয়া শেষে মামলার রায় ঘোষণা করলেন সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম। এর আগে আদালত চত্বরে আসামীদের হাজির করা হলে জোরদার করা হয়েছে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা। গেলো ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের যুক্তি-তর্ক শেষে রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করে আদালত। ২০০৫ সালের ২৯ নভেম্বর চাঞ্চল্যকর এই বোমা হামলায় রাজিব বড়ুয়া নামের এক কনস্টেবল সহ দুইজন নিহত হন। এক বছরের মাথায় চাঞ্চল্যকর এই বোমা হামলার জন্য জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, ছিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাই, সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবাল ও বোমা তৈরীর কারিগর বোমারু মিজানসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। এদের মধ্যে আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের ইতিমধ্যে অন্য মামলায় মৃত্যুদণ্ড হয়। আরেকটি মামালায় হাজিরা দিতে যাওয়ার সময় ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে বোমারু মিজানসহ তিন জঙ্গীকে ছিনিয়ে নেয় সহযোগীরা। এরপর তাকে আর গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযুক্ত জাবেদ ইকবাল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন