চাল আমদানির কারনে বাজারে প্রতিদিনই কমছে চালের দাম : খাদ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশে বর্তমানে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক, এ বছর বরো ধানের ফলন ভালো হয়েছে এবং বিদেশ থেকে চাল আমদানির কারনে বাজারে প্রতিদিনই কমছে চালের দাম। এমন মন্তব্য করেছেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
দুপুরে সান্তাহার সিএসডির উন্নয়নমূলক কাজ পরিদর্শণে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, সারাদেশে খাদ্যমজুদ পরিস্থিতি বৃদ্ধি করতে মানসম্মত সিএসডি নির্মাণ করা হচ্ছে। এসব গুদামগুলোতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নত করতে আধুনিকমানের আবাসন ব্যবস্থা এবং বিভিন্ন অবকাঠামো নির্মান করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। এই অবস্থা স্থিতিশলি রাখতে সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচী অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।