ঘূর্ণিঝড় শাহীনের কারণে বদলে যেতে পারে টাইগারদের বিশ্বকাপ যাত্রা
- আপডেট সময় : ০৯:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আরব সাগরে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড়- শাহীনের কারণে বদলে যেতে পারে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। সৃষ্ট ঘূর্ণিঝড়টি বর্তমানে অবস্থান করছে ওমানের রাজধানী মাস্কাট থেকে ৫০০ কিলোমিটার দূরে। যেখানে শুরু হবার কথা বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
আজ রাত পৌনে ১১টায় মাসকাটের উদ্দেশ্যে চার্টার্ড বিমানে উড়াল দেবার কথা টিম বাংলাদেশের। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ মোট ২১ জনের বহরও তৈরি। করোনা পরীক্ষাও হয়ে গেছে। তবে, শেষ মুহুর্তে অনিশ্চিত হয়ে পড়েছে যাত্রা। ঘূর্ণিঝড় শাহীনের তান্ডবে বিমানের যাত্রীদের জন্য সতর্কতা জারি করেছে ওমান বিমান বন্দর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ওমান বিমানবন্দর থেকে উড্ডয়নরত এবং ওমানে আসা সব ফ্লাইট আপাতত বাতিল করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে সব ফ্লাইট। যদিও বাংলাদেশ দলের কাছে এখনো ফ্লাইট বিপর্যয়ের কোনো বার্তা আসেনি বলে টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে। তবে জানা গেছে, ওমান যাত্রা বিলম্বিত হতে পারে।