বান্দরবানে সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে এখন সোনালি রঙের পাকা জুমধান
- আপডেট সময় : ০২:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বান্দরবানে সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে এখন সোনালি রঙের পাকা জুমধান। মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে চারদিক। সে জুমধান কাটার ধুম পড়েছে সবখানে। সমতলের ধানচাষ থেকে পাহাড়ে এই জুমচাষ সম্পূর্ণ আলাদা। প্রকৃতির আবহাওয়ায় নির্ভর সনাতন পদ্ধতির এ চাষাবাদে এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভাল হয়েছে।
পাহাড়ের পাদদেশে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গর্ত করে বীজ পুঁতে দেয়ার নাম জুমচাষ। পাহাড়ি জমিতে জঙ্গল পুড়িয়ে এপ্রিলে রোপন করা হয় বিভিন্ন জুমধান। প্রতিবছর ভাদ্র মাসে পেকে যায় ধান। এখন জুমক্ষেতে ধান কাটার ব্যস্ত সময় পার করছেন চাষীরা। নতুন ধান ঘরে ওঠার এই সময়ে আনন্দের শেষ নেই জুমিয়া পরিবারগুলোতে।
পাশাপাশি আনুষঙ্গিক আরও বিভিন্ন ফসল সংগ্রহ করা হচ্ছে জুমক্ষেত থেকে। বছর খোরাকি ধান উঠবে সবার। সব মিলিয়ে জেলার সাতটি উপজেলায় জুমধানের ফলন ভাল হওয়ার কথা জানান তারা। পর্যাপ্ত বৃষ্টিতে জুমের ফলন এবং বিভিন্ন ফসল ভাল হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জেলায় এ বছর ৮ হাজার ৫শ’ হেক্টর জমিতে জুমের আবাদ হয়েছে।