চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে লখিমপুরে যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী আটক
- আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ভারতের উত্তরপ্রদেশের চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে লখিমপুরে যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধীকে আটক করেছে পুলিশ। প্রায় পাঁচ ঘণ্টা পুলিশের সঙ্গে তর্কবিতর্কের পর সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় তাকে হরগাঁও থানা এলাকায় আটক করে পুলিশ। পরে প্রিয়াংকাকে সীতাপুর জেলার একটি গেস্ট হাউসে নেয়া হয়েছে।
ইউপি কংগ্রেস টুইট করে এ ঘটনার কথা জানিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ গৃহবন্দি করে রেখেছিল উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদককে। সেই আদেশ অমান্য করে রোববার রাতে লখনৌ থেকে লখিমপুর খিরির উদ্দেশে রওনা হন প্রিয়াংকাসহ কংগ্রেস নেতারা। কংগ্রেসের দাবি, যাত্রাপথে হরগাঁও থেকে আটক করা হয়েছে প্রিয়াংকা গান্ধীকে। অন্যদিকে পুলিশের দাবি লখনৌ থেকে আটক করা হয়েছে প্রিয়াংকাকে।প্রতিবাদ জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করতে চাওয়ায় আটক করা হয়েছে তাকে। গ্রেফতারি পরওয়ানা ছাড়া এভাবে আটক করা হেনস্তা ছাড়া কিছু নয় বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।