পরীমণিকে অভিযুক্ত করে মাদক মামলায় চার্জশিট দিয়েছে সিআইডি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
পরীমণিকে অভিযুক্ত করে মাদক মামলায় চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।
ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেকটর কাজী মোস্তফা কামাল। তিনি বলেন, অভিযোগপত্রে পরী মণি ছাড়াও আরও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরী মণি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন । এ সময় পরী মণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট রেব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।