নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ০৭:০২:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারদণ্ডও দেওয়া হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলার আসামি দেলোয়ার হোসেন দেলু ও মোহাম্মদ আলী ওরফে আবু কালামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া উভয় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আসামিদের উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্ত ভোগী নারী।
পাবলিক প্রসিকিউটর জানান, আলোচিত এ মামলার রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামী পক্ষের আইনজীবি।
২০২০ সালের ২ সেপ্টেম্বর গৃহবধূকে তাঁর ঘরে ঢুকে বিবস্ত্র করে নির্যাতন করেন দেলোয়ার হোসেন ও তাঁর বাহিনী। নির্যাতনকারীরা ওই ঘটনা মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।