ঐতিহ্যবাহী জেলা যশোরে চলছে দূর্গোৎসবের প্রস্তুতি
- আপডেট সময় : ০৪:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজার সময় ঘনিয়ে এসেছে। নানা ঐতিহ্যের জেলা যশোরে চলছে দূর্গোৎসবের প্রস্তুতি। এরই মধ্যে মন্ডপ গুলোতে শুরু হয়েছে প্রতিমা তৈরি ও রং তুলির কাজ। নারায়ণগঞ্জে ব্যস্ত সময় পার করছে প্রতীমা শিল্পীরা। দূর্গা বরণে অপেক্ষায় এখন ভক্তরা।
আকাশে সাদা মেঘের ভেলা আর প্রকৃতির লাজুক রূপ জানান দিচ্ছে শরৎ কাল সমাগত। তাই তিথি-নক্ষত্রের পরিক্রমায় ধরায় আগমনের অপেক্ষায় সর্ব মঙ্গলদায়ী শারদলক্ষী দেবী দূর্গার। মন্দিরে মন্দিরে তাই ত্রিনয়না দেবীর স্ব-পরিবারের রূপ মূর্তি নির্মাণে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।
করোনা মহামারির কারণে গত বছর সরকারি নির্দেশনা মেনে কোন প্রকার দুর্গাৎসব উদযাপনের কথা জানান পূজারীরা।
জেলায় এ বছর ৭শ’ টি মন্ডপে দুর্গাৎসব অনুষ্ঠিত হবে। আর কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা মেনেই উৎসব পালনে পূজারীদের উদ্বুদ্ধ করার কথা জানান জেলা পূজা উদযাপন পরিষদের এই নেতা।
মাটির কাজ প্রায়ই শেষ। চলছে রঙ তুলির আঁচড়। দেবী দূর্গা কে সাজাতে কোন রকম কার্পণ্য নেই নারায়গঞ্জের আয়োজকদের। দিন-রাত খেটে প্রতিমা তৈরী করলেও আগের মতো পারিশ্রমিক না পাওয়ার খতা জানান কারিগররা।
এবার জেলায় ২১৫ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মহামারী করোনার কথা মাথায় রেখে সব মন্ডপে সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য বিধির উপর জোর দিয়েছে পূজা উদযাপন কমিটি।
১৫ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনে শেষ হবে এবছরের দুর্গোৎসব।