দুর্গোৎসব উপলক্ষ্যে মৃৎশিল্পীরা হাতের নিপুন ছোঁয়ায় তৈরি করছেন প্রতিমা
- আপডেট সময় : ০৫:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
বাঙ্গালী সাংস্কৃতিতে শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর এই দুর্গোৎসবের প্রধান অনুষঙ্গ দেবী দুর্গার প্রতিমা। মৃতশিল্পীরা দিনরাত পরিশ্রম করে রং তুলির আর হাতের নিপুন ছোঁয়ায় তৈরি করছেন প্রতিমা। ফলে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার মৃৎশিল্পী ও আয়োজকেরা। করোনার কারণে গেল বছর দূর্গোৎসবের কোন আনুষ্ঠানিকতা না থকালেও এ বছর রাঙামাটিতে মহা ধুমধামে দূর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে।
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূঁজার আর কয়েকদিন বাকি। মন্ডপ গুলোতে চলছে প্রতিমা তৈরীর কাজ। এবছর সাতক্ষীরা জেলায় ৫৮১টি মন্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। প্রতিমা শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় একে একে তৈরি হচ্ছে অসুরসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি আর তাদের বাহন পেঁচা, হাঁস, ইঁদুর আর ময়ূর। চলছে রঙ রং তুলিতে সাজানোর কাজ।
স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রতিমা ও পূজা দেখার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
এ বছর মহাষষ্ঠীতে ঘোটকে চড়ে পৃথিবীতে আসবেন আর পূজার সকল আনুষ্ঠিকতা শেষে দোলায় চড়ে কৈলাশে ফিরবেন দেবী দূর্গা।
রাঙামাটিতে এ বছর জেলায় ১০ উপজেলায় মোট ৪১টি মন্ডপে দূর্গোৎসব পালিত হবে। ইতোমধ্যে মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। চলছে শেষ মুহুর্তের রং ও সাজসজ্জার কাজ। স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলবে পুজার আনুষ্ঠানিকতা।
পুজার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে সরকারের সহযোগিতা ও আইন শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।
মহামারী করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য মা দূর্গার কাছে আরাধনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা।