৮ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
৮ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ।
সকালে আগারগাওয়ে আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈশ্বিক এই সম্মেলনে ১২ টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। বাংলাদেশ থেকেও ৫০ টির বেশী দল অংশ নেবে এই অলিম্পিয়াডে। সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেন, তথ্যের নিরাপত্তা দেয়া বিশ্বের কাছে এখন বড় চ্যালেঞ্জ।ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, প্রযুক্তির অপব্যবহার রোধ করা সম্ভব হবে। এবারের এই ব্লকচেইন অলিম্পিয়াডে ক্রিপ্টোকারেন্সি, ই-গভর্নেন্স,আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসী নিয়ে সেমিনার করার কথাও জানান, মন্ত্রী।