শুরু হলো ওয়ালটন ‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ শীর্ষক কনটেস্টের সিজন টু
- আপডেট সময় : ০২:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
শুরু হলো ওয়ালটন রেফ্রিজারেটরের ‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ শীর্ষক কনটেস্টের সিজন টু।
রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামে এ ঘোষণা দেয়া হয়। সিজন-২ এ বিচারক প্যানেলে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার, ওয়ালটনের সিনিয়র ইডি ও সিএমও ফিরোজ আলম এবং সিনিয়র ইডি ও হেড অব ব্র্যান্ড ম্যানেজমেন্ট আমিন খান। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়াসহ অনেকেই। ৬ অক্টোবর শুরু হওয়া প্রথম রাউন্ড চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ওই রাউন্ডে বিজয়ী ১০ জন ২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত আরেকটি ভিডিও তৈরির জন্য স্ক্রিপ্ট এবং ৫০ হাজার টাকা করে পাবেন। দ্বিতীয় রাউন্ডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে যথাক্রমে ৩ লাখ, ২ লাখ এবং ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।