আবারও বিসিবি’র সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন
- আপডেট সময় : ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। টানা চতুর্থবারের মতো এই পদে তিনি। পরবর্তী চার বছর বিসিবির দায়িত্বে থাকবেন পাপন। সভাপতি নির্বাচিত হয়ে পাপন জানান, বাংলাদেশ দলের রেংকিংয়ের উন্নতিতে অবকাঠামোর উন্নয়নে পরিবর্তন আনতে চান তিনি।
অনিশ্চয়তা, উত্তেজনা কিংবা সংশয়, বলতে গেলে ছিল না কিছুই। অপেক্ষা ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। সেটিও হয়ে গেল দ্রুতই। পুরনো দায়িত্ব নতুন করে পেলেন নাজমুল হাসান। আরও একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন তিনি। সকাল থেকে মিরপুরের ক্রিকেট যেন অপেক্ষায় ছিলো পাপন বরণের।
টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন এমপি। এসময় বাংলাদেশ ক্রিকেটে নিয়ে পরিকল্পনার কথা জানান তিনি।
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেন বিসিবির নতুন সভাপতি।
শুধু দল নয়, অবকাঠামোগত উন্নয়নেও কাজ করবেন পাপন। যেখানে সবার আগে প্রাধিকার পাবে শেখ হাসিনা স্টেডিয়াম তৈরি। ব্যাটিং এবং ফাস্ট বোলিংয়ের জন্য ডেডিকেটেড ক্রিকেট অ্যাকাডেমি তৈরির কথাও জানান নাজমুল হাসান পাপন।
দেশের ক্রিকেটের প্রত্যাশা পূরণে টানা বছর শেষে আরো চার বছরের জন্য বিসিবির দায়িত্বে থাকবেন নাজমুল হাসান পাপন।