সাফ চ্যাম্পিয়নশীপে আজ রাত ১০টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ
- আপডেট সময় : ১০:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত ১০টায় মালের ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।
শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় আর শক্তিশালী ভারতকে রুখে দিয়ে এরই মধ্যে চার পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে অস্কার ব্রুজনের শিষ্যরা। অন্যদিকে নেপালের বিপক্ষে হেরে আসর শুরু করেছে মালদ্বীপ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে জয় দরকার স্বাগতিকদের। মালে জাতীয় স্টেডিয়ামে নামার আগে পরিসংখ্যান চোখ রাঙানি দিচ্ছে বাংলাদেশ দলকে। সাফে এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-মালদ্বীপ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে একবার। আগের সব পরিসংখ্যান সামনে রেখেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ যে এখন বদলে যাওয়া এক দল, সেটা প্রমাণের জন্য মুখিয়ে জামাল ভূঁইয়ারা। তবে সব ছাপিয়ে বাংলাদেশ কোচ অস্কার ব্রুজনের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বিশ্বনাথ ঘোষ আর রাকিব হোসেনের অনুপস্থিতি। কার্ড দেখায় এই দুই ফুটবলার খেলতে পারছেন না মালদ্বীপের বিপক্ষে।