বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ঠেকাতে নানা ষড়যন্ত্র করছে মিয়ানমার
- আপডেট সময় : ০৩:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ঠেকাতে নানা ষড়যন্ত্র করছে মিয়ানমার। প্রত্যাবাসনের দিনক্ষণ ঘনিয়ে আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশটির গুপ্তচররা। ক্যাম্পে ৩১৩ জন অনুসারী তৈরীর কাজও করছে আরসা। আর গোপনীয় সেই খবর প্রকাশ করে দেয়ায় তাদের হাতে খুন হয়েছেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। মৃত্যুর আগে আরসার ওয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফাঁস হওয়া কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে এসএ টিভির হাতে।
অডিও ক্লিপসের চাঞ্চল্যকর এসব তথ্য স্পষ্ট ধারণা দেয়, যে কোন সময় নিজের উপর হামলা এবং প্রাণে মেরে ফেলা হতে পারে এমন পরিকল্পনার কথা জানতেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।
তারপরও জীবনের ঝুঁকি নিয়ে স্ব-জাতি রোহিঙ্গাদের ফেলে ক্যাম্প ছেড়ে কোথাও যাননি তিনি।
শুধু তাই নয়, রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণের পাশাপাশি প্রত্যাবাসন ঠেকাতে ৩১৩ জন সাহাবা তৈরীর কাজও চলছে বলে জানতে পেরেছিলেন মুহিবুল্লাহ।
হামলায় নেতৃত্ব দেয়া মিয়ানমার সরকারের সাথে আঁতাতকারী সন্ত্রাসী সংগঠন আরসা’র ওয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথনের গুরুত্বপূর্ণ এমন বহু তথ্য আছে। এসএ টিভির প্রতিবেদকের হাতে।
এমন বাস্তবতায় পুলিশ বলছে-ক্যাম্পের সবকিছুই এখন স্বাভাবিক। অফিসের কোনায় এখনো লেগে আছে রক্তের দাগ। হত্যাকাণ্ডের তদন্ত কিংবা আইনশৃংখলা বাহিনীর প্রয়োজন শেষে সেই দাগও হয়তো একদিন মুছে যাবে। কিন্তু প্রিয় নেতাকে হারিয়ে সাধারণ রোহিঙ্গাদের অন্তরে যে দাগ লেগেছে সেটি কি মুছবে কখনো…?