কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৭১০ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃতরা উগ্রবাদী সংগঠন ‘আরসা’ সদস্য বলে সন্দেহ করছে এপিবিএন পুলিশ।
ভোরে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে এ ৫ রোহিঙ্গাকে আটক করা হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় “আরসা” সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশ এসল্ট মামলাসহ নানা অপরাধ মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে উখিয়া থানায় পাঠানো হয়েছে।