জাতীয় পার্টির নোয়াখালীর প্রতিনিধি সম্মেলন বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলনের অনুমতি দেয়নি প্রশাসন।
পরে জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় জেলা জাতীয় পার্টির কর্মসূচি বাতিল হয়ে যায়। এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু জানান, আমাদের পূর্বনির্ধারিত কর্মসুচি হওয়ার কারণে প্রশাসনের নিকট আমরা একাধিকবার অনুমতির আবেদন করার পরেও কিন্তু অদৃশ্য কারণে প্রশাসন শেষ মূহুর্তে প্রতিনিধি সম্মেলনের অনুমতি দেয়নি। পরে জেলা প্রশাসনের আচরণে তীব্র নিন্দা ও ক্ষোভ জানায় স্থানীয় নেতাকর্মীরা।