সাংবাদিকেরা খারাপ কাজের তদন্ত করে জনগণকে সঠিক তথ্য সরবরাহ করে থাকেন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সাংবাদিকেরা খারাপ কাজের তদন্ত করে জনগণকে সঠিক তথ্য সরবরাহ করে থাকেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিয়ো গুতেরেস। এর ফলে ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিত হয়।
এ বছর নোবেল শান্তি পুরস্কার লাভ করায় দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভকে পাঠানো অভিনন্দন বার্তায় এ কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, সাংবাদিকদের মৌলিক কাজের স্বীকৃতি এবং বিশ্বজুড়ে মুক্ত-স্বাধীন ও বৈচিত্র্যময় গণমাধ্যম প্রতিষ্ঠা করতে হবে। মুক্ত-স্বাধীন গণমাধ্যমের জন্য বৈশ্বিক উদ্যোগ পুনরায় জোরদার করে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান তিনি।