চাঁদপুরে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। যার অধিকাংশই শিশু। আবহাওয়া পরিবর্তনের ফলে প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। এতে বেড়েছে রোগীর চাপ।
দিনে প্রচন্ড গরম আর রাতে ঠান্ডা। আবহাওয়ার এমন পরিবর্তনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। শুধু বয়স্ক নয় ঠান্ডা জনিত নানা সমস্যায় আক্রান্ত হচ্ছে অবুঝ শিশুরাও। সরকারি হাসপাতাল প্রাইভেট হাসপাতালগুলোতেও বেড়েছে এমন রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়াসহ নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা।
রোগীর চাপ বেশি হলেও সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছেন বলে জানায় হাসপাতালে কর্মরত সেবিকারা।
চিকিৎসকরা বলছেন এ সময় শিশুদের বাড়তি যত্ন নিতে হবে এবং আরো সাবধান হতে হবে মায়েদের।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বর্তমানে ৩১টি আসনের বিপরীতে ৮১ জন শিশু ভর্তি রয়েছে।