ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস টিকার দুই ডোজ নেয়া ব্যক্তিরা ওমরাহ করার জন্য আবেদন করতে পারবেন। একই সাথে তারা মক্কার গ্র্যান্ড মসজিদেও নামাজ পড়তে পারবেন।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, যারা মদিনায় রওজা শরিফে যেতে আগ্রহী তাদের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হবে। তাওয়াক্কালনা অ্যাপে যেসব ব্যক্তিকে টিকার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, নতুন নিয়মের কারণে তারা প্রভাবিত হবেন না। যাদের টিকার দ্বিতীয় ডোজ নেয়ার অনুমতি দেয়া হয়েছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে তা নেয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের যেকোনো ভ্যাকসিন সেন্টারেই অ্যাপয়েন্টমেন্ট নেয়া যাবে।