আজ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৭তম মৃত্যুবার্ষিকী
- আপডেট সময় : ০৯:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আজ ১০ অক্টোবর বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৭তম মৃত্যুবার্ষিকী। খ্যতিমান এই শিল্পীর মৃত্যুর পর বাসভবনকে ঘিরে গড়ে তোলা হয় ‘এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা’। করোনায় দেড় বছর দর্শনাথী শূন্য এই চিত্রশালায় এবার প্রাণ ফিরে এসেছে। তবে এর আরো আধুনিকায়নের দাবী দর্শনার্থী ও ভক্তদের।
২০০৩ সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২ একর ৫৭ শতক জমির ওপর নির্মিত হয় শিল্পী সুলতানের সমাধি, স্মৃতি সংগ্রহশালা ও শিশুস্বর্গ। স্মৃতি সংগ্রহশালায় শিল্পীর আঁকা দুর্লভ ছবিগুলি সংরক্ষণ করা হয়েছে।
শিল্পী সুলতানের মৃত্যুর পর তাঁর স্বপ্ন বাস্তবায়নে শিশুস্বর্গে শিশুদের চিত্রাঙ্কন শেখানো হয়। শিল্পীর চিত্রকর্ম দেখতে দেশ-বিদেশ থেকে দর্শনাথীরা আসেন সুলতান কমপ্লেক্সে। তবে মহামারীতে দেড় বছর স্থবির ছিলো সব কার্যক্রম। সংক্রমণ কমে আসায় আবারও বাড়ছে দর্শনার্থীদের ভীড়।
সংগ্রশালাটির জন্য আরো নতুন জমি অধিগ্রহণ করে সম্প্রসারণসহ আধুনিকায়ন করার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা।
শিল্পীর্ আঁকা ছবি ও সমাধি ছাড়া নড়াইলের চিত্র শালায় দেখার মতো তেমন কিছুই নেই। শিল্পীর জীবদ্দশায় বাসভবনে বিভিন্ন প্রজাতির পাখি ও জীবজন্তু ছিলো। মৃত্যুর পর সেগুলি ঢাকায় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।
শীঘ্রই সুলতান স্মৃতি সংগ্রহশালাসহ শিল্পীর নামে গড়ে তোলা প্রতিষ্ঠানগুলির উন্নয়নের আশ্বাস দিলেন নড়াইল জেলা প্রশাসক।
শিল্পী এসএস সুলতান ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মেছের আলী ছিলেন রাজমিস্ত্রি এবং মায়ের নাম মাজু বিবি। চিত্রকর্মের অবদান হিসেবে একুশে পদক ও স্বাধীনতা পদকসহ অসংখ্য পদকে ভূষিত ভূষিত হয়েছেন এই চিত্রশিল্পী।
সুলতানের স্মৃতি রক্ষায় জায়গাটিকে পর্যটন কেন্দ্র করে তোলার দাবি সুলতানপ্রেমী ও নড়াইলবাসীর।