১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি চলতি সপ্তাহে শুরু
- আপডেট সময় : ০৭:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি চলতি সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভাইভার্স কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি জানান, সক্ষমতা অনুযায়ী সারাদেশের জেলা ও সিটি করপোরেশন এলাকায় ২১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্কুল-শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। যা চলতি সপ্তাহে শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শিশুদের জন্যও আলাদা টিকাকেন্দ্র তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন, শিশু-কিশোরদের টিকা না দেয়ার প্রধান কারণ হলো, এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এতে অনুমোদন দেয়নি। তবে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সম্প্রতি জেনেভায় গিয়ে ডব্লিউএইচওর ডিজির সঙ্গে কথা বলে এ বিষয়ে সম্মতি আদায় করেছেন। সে অনুযায়ী শিশুদের ফাইজারের টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।