দেশের অর্থনীতিতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান প্রবাসীদের
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রেমিটেন্স হলো দেশের অর্থনীতির প্রাণ শক্তি এবং উন্নয়নের ভিত্তির অন্যতম চালিকাশক্তি।
বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য বৈদেশিক সম্পদ অর্জনের অন্যতম প্রধান উৎস রেমিটেন্স। আর এই রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রাখছেন প্রবাসীরা। দুবাই জনতা ব্যাংকের মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা। দুবাইয়ে রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকে চেয়ারম্যান ডক্টর মাহাফুজুর রহমান। জনতা ব্যাংক আবুধাবির সিইও আমিনুল হাসানের সভাপতিত্বে ও সোনিয়া সামিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশর রাষ্ট্রদুত মোহাম্মদ আবু জাফর, এফ বি সি সি আই’এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন, দুবাইয়ের কনস্যাল জেনারেল বি এম জামাল হোসেন, এন আর বি ব্যাংকের চেয়াম্যান মাহাতাবুর রহমান নাছির ও দুবাই জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মালেক সহ আরো অনেকে।