নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল বারেককে যাবজ্জীবন কারাদন্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল বারেককে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৯ জানুয়ারী নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় আব্দুল বারেক ওরফে বারির ঘর থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেমসয় মাদক ব্যবসায়ী আব্দুল বারেক পালিয়ে যায়। মামলার সাক্ষীদের গ্রহণ শেষে অভিযুক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে আদালত।