করোনা মহামারির কারণে এবারও ঢাকায় হয়নি কুমারী পূজা
- আপডেট সময় : ০৭:২৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা মহামারির কারণে এবারও ঢাকায় হয়নি মহাঅষ্টমীর অন্যতম আনুষ্ঠানিকতা কুমারী পূজা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশনসহ রাজধানীর কোনও মন্দিরেই এবার ছিল না কুমারী পূজার আয়োজন। তবে তাতে আনন্দ উৎসবের কমতি হয় নি। ভক্তদের আরাধনা আর ঢাক-ঢোলের বাদ্যে উদযাপিত হচ্ছে বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহা অষ্টমীতে দেবী নতুন রূপে আবির্ভূত হয় পৃথিবীতে । মহামারীর কারণে রাজধানী ঢাকার মন্দির এবং মন্ডপগুলোতে অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজার আয়োজন না থাকলেও, কমতি ছিল না ভক্তি আর ভালবাসার। উত্তরার ফ্রেন্ডসক্লাব মাঠের পূজা মন্ডপে দেখা যায় ভক্তদের উপচে পড়া ভীড়।
পুরোহিত জানান, সকাল ৮টা ৫৯ মিনিটে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা।
করোনা মহামারী থেকে মুক্ত হবে বিশ্ব, সবাই হাসবে আর মিশবে বিনা বাঁধায়- এই প্রার্থনা ভক্তদের।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির নেতারা।
বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শুক্রবার শেষ হবে পাঁচ দিনের এই দুর্গোৎসব।