টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ।প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ দুপুর ১২টায়।
অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ওমান এ দলকে হারালেও প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে হোচট খেয়েছে বাংলাদেশ। শ্রীলংকার কাছে ৪ উইকেটে হেরেছে টাইগাররা। এবার ঘুরে দাঁড়ানোর মিশন। বাছাই পর্বের মিশন শুরুর আগে আয়ারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস নিতে চায় ডোমিঙ্গো বাহিনী। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের খেলার সম্ভাবনা প্রবল। খেলতে পারেন মোস্তাফিজুর রহমানও। তবে, আইপিএলের কারণে সাকিব আল হাসানের খেলা অনিশ্চিত। প্রস্তুতি ম্যাচ শেষে ওমানে ফিরে যাবে দল। ১৭ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১৯ অক্টোবর প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সবশেষ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ রয়েছে মাহমুদউল্লাহ বাহিনীর।