সারাদেশে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু মহানবমী
- আপডেট সময় : ০২:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সারাদেশে মহানবমীর বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
খুলনায় অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মহানবমী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাক ও ঢোলের বাদ্য,শঙ্খ ও উলুধ্বনি আর পুরহিতের ঘন্টাধ্বনিতে অর্চনা পান দেবী দুর্গা।
চুয়াডাঙ্গায় মহানবমীতে দেবি দূর্গাকে প্রাণ ভরে দেখে নিচ্ছে ভক্ত অনুরাগীরা। মহানবমীতে অগ্নিকে প্রতীক করে সব দেব দেবিকে আহুতি দেয়া হচ্ছে।
সারাদেশের মতো টাঙ্গাইলেও সকাল থেকেই মন্ডবগুলোতে এবং নেত্রকোনা জেলার ৫৩২টি পুজা মন্ডপে চলছে মহানবমী বিহীত পুজা। উলুধ্বনি, শংখধ্বনি ও ঢাকের বাজনায় মুখরিত প্রতিটি পুজা মন্ডপ।
মাদারীপুরে বিহিত পূজার মধ্য দিয়ে সাড়ে ৪শ’ ৪৯টি মন্ডপে চলছে দুর্গা পূজার মহানবমী। ভোর থেকে ফুল, বেলপাতা, তুলসীসহ নানা উপকরণ দিয়ে মা দুর্গাকে অঞ্জলি আর ভক্তি নিবেদন করেন ভক্তরা।
এদিকে, শারদীয় দুর্গোৎসবের উপলক্ষে সাতক্ষীরা তালার নগরঘাটার রথখোলা সার্বজনীন পূজা মন্ডপে সামাজিক দুরাত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মাক্স বিতরণ করা হয়েছে।