প্রায় ১৯ মাস পর স্বশরীরে ক্লাস শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- আপডেট সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
প্রায় ১৯ মাস পর স্বশরীরে ক্লাস শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘবিরতির পর সহপাঠীদের সাথে ক্লাসে যোগ দিয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা।তবে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে দেখা যায় নি।এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, শিক্ষা কার্যক্রমের ক্ষতি পূরনে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
মহামারী করোনাভাইরাস শুরুর পর গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। মাঝে বেশ কয়েকবার খোলার কথা থাকলেও করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি।
রোববার থেকে আবারো সেই চিরচেনা রূপে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রাণ ফিরে পেলো ক্লাসরুমগুলো। এতে উচ্ছসিত শিক্ষার্থীরা।
শিক্ষকরাও বলছেন, অনলাইনের চেয়ে সরাসরি ক্লাসে পাঠদানে, শিক্ষার্থীরা উপকৃত হবেন। দীর্ঘসময় ক্লাস বন্ধ থাকায়, নতুন সেশনজটের আশংকায় শিক্ষার্থীরা। এ বিষয়ে যথাযথ পদক্ষেপের নেয়ার দাবি তাদের।
সেশনজট ঠেকাতে লস রিকভারি প্ল্যান নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য বলছেন, আগামী এক বছরে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করা হবে। প্রায় সব শিক্ষার্থীই টিকার আওতায় এসেছে বলে জানিয়েছেন উপাচার্য। স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনে শিক্ষার্থীদের একাধিক সেকশনে বিভক্ত করে পাঠদান কার্যক্রম পরিচালনা করার কথাও জানানো হয়েছে।