রংপুরের পীরগঞ্জে ১টি মন্দিরসহ অন্তত ২০টি ঘর-বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
- আপডেট সময় : ০১:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
রংপুরের পীরগঞ্জে ১টি মন্দিরসহ অন্তত ২০টি ঘর-বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বেশকিছু বাড়ীতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪২ জনকে আটক করেছে পুলিশ।
রোববার পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর মাঝিপারায় এক কিশোর ফেসবুকে অবমাননাকর ছবি পোস্ট করলে রাতেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় ওই কিশোরসহ তার পরিবারের নিরাপত্তা দেয় পুলিশ। ঘটনাটি আরো বেশি জানাজানি হলে মাঝিপাড়ার কয়েকটি মন্দিরসহ হিন্দুদের বাড়ি-দোকানে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। মুহুর্তের মধ্যে পুড়ে যায়, মন্দিরসহ প্রায় ২০টি বাড়ি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪২ জনকে আটক করা হয়। দোষীদের আইনের আওতায় আনার কথা জানান পুলিশ সুপার।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের সিদ্ধান্ত জানালেন জেলা প্রশাসক। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদ।