পিইসি পরীক্ষা বাতিল করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষা সমাপনী….পিইসি পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছেন। পিইসির পাশাপাশি ইবতেদায়ী শিক্ষা সমাপনী….ইইসি পরীক্ষাও বাতিল করা হয়েছে।
পঞ্চম শ্রেণির এই দুই ধারার শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ে সীমিত সিলেবাসে বার্ষিক ‘মূল্যায়ন’ হবে। এছাড়া তাদের ‘হোম ওয়ার্ক’ দেয়া হয়েছিল। এসবের ভিত্তিতে পরবর্তী স্তরে তাদের উত্তীর্ণ করা হবে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে অষ্টম শ্রেণির সমাপনী বা জেএসসি ও জেডিসি পরীক্ষাও বাতিলের ঘোষণা দেয়া হয়। এছাড়া তিন বিষয়ে বার্ষিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্তও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এই স্তরে দুই ধারায় প্রায় ২২ লাখ পরীক্ষার্থী আছে।