সিরাজগঞ্জে একটি হত্যাকান্ডকে আত্মহত্যায় রূপদানের অভিযোগে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৭১৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ময়না তদন্তে ভূল রিপোর্ট প্রদানের মাধ্যমে একটি হত্যাকান্ডকে পরিকল্পিতভাবে আত্মহত্যায় রূপদানের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নিজের ভাই-ভাতিজাদের হাতে হত্যাকান্ডের স্বীকার হন সবজি বিক্রেতা নিজাম উদ্দিন। তাকে মারপিটের পর ঘাড় ভেঙ্গে হত্যা করা হয়। পরে ফাসিতে ঝুলিয়ে রেখে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চলে। আর ময়নাতদন্তে রিপোর্টেও আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে মামলাটিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে। অবিলম্বে এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী জানান বক্তারা।
ঝিনাইদসহ সারাদেশে নারীর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সকালে শহরের মর্ডাণ মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প।