উত্তরাখণ্ডে কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় এরই মধ্যে ২৩ জনের প্রাণ গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
উত্তরাখণ্ডে কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় এরই মধ্যে ২৩ জনের প্রাণ গেছে।
পানিবন্দি বহু মানুষ। ভূমিধসে ৩টি প্রবেশপথ বন্ধ হওয়ায় পর্যটন জেলা নৈনিতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে বন্যাকবলিত এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
অন্যদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।