রংপুরের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দু’জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
রংপুরের পীরগঞ্জের জেলে পাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দু’জনকে আটক করেছে পুলিশ।
হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে আটক করা হয়েছে। এদিকে ধর্ম অবমাননাকর পোস্ট ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে আটক পরিতোষ সরকারসহ আটক ৪৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ এর বিচারক ফজলে এলাহী পরিতোষের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন। এদিকে গতকাল চাঁদপুরের একটি গ্রামে, সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জে রাতে পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামে আগুন দেয়া হয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন।