চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি
- আপডেট সময় : ০২:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি। পাক দি ফ্রাঁসে মঙ্গলবার রাতে লিওনেল মেসির জোড়া গোলে জয় পায় পিএসজি।
পিএসজির হয়ে অপর গোলটি কিলিয়ান এমবাপ্পের। শুরুটা করেছিলেন তিনিই ম্যাচের ৯ মিনিটে। ইউলিয়ান ড্রাক্সলারে পাসে এক ঝটকায় সামনের প্রতিপক্ষকে এলোমেলো করে দিয়ে নিচু শটে গোলটি করেন এমবাপ্পে। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। ২৮ মিনিটে ম্যাচে সমতা আনে লাইপজিগ। গোলটি করেন আন্দ্রে সিলভা। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলেছে লাইপজিগ। ৫৭ মিনিটে আনহেলিনোর ক্রসে দারুণ গোলটি করেন নর্দি মুকিয়েলে। ৬৭ মিনিটে মেসি ঝলকে আসে গোল। ম্যাচ সমতায় আসে ২-২ ব্যবধানে। ৭৪ মিনিটে পেনাল্টিতে দলকে লিড এনে দেন মেসিই। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা এমবাপ্পে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। শেষ দিকে কয়েকটি আক্রমণ করেও পারেনি লাইপজিগ। রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে মেসিরা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।