ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাড়ি চাপায় দুই চাতাল শ্রমিক নিহত হয়েছে। পুলিশ জানায়, আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে খান এগ্রো ফুড চাল কলের ৫ জন শ্রমিক দিনাজপুরে থেকে এসে একটি হাইওয়ে হোটেলের সামনে নামেন। পরে হেঁটে পাশেই কর্মস্থল যাওয়ার পথে পেছন থেকে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান দুজন।
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক এবং লেগুনার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। সকালে একটি লেগুনা ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ৫ জন। পরে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। অপর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।