উত্তরখণ্ডে বন্যার অবনতিতে তিস্তা ব্যারেজের সবগেট খুলে দিয়েছে ভারত
- আপডেট সময় : ০৬:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
উত্তরখণ্ডে বন্যা পরিস্থিতির অবনতির মধ্যেই তিস্তা ব্যারেজের সবগেট খুলে দিয়েছে ভারত। ছাড়া হয়েছে রেকর্ড পরিমাণ ২ লাখ ৫২ হাজার কিউসেকের বেশি পানি। অরক্ষিত এলাকা দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পানি বেড়েছে কুড়িগ্রামের তিস্তা অংশেও।
ভারতে মাসব্যাপী চলমান বন্যায় নাকাল দেশটির মুম্বাই, কেরালা সবশেষ উত্তরখণ্ড রাজ্যে। টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে এরই মধ্যে ২৩ জনের প্রাণ গেছে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাতে তিস্তা ব্যারেজের সবগেট খুলে দেয় ভারত। ছেড়ে দেয়া হয় রেকর্ড পরিমাণ পানি-২ লাখ ৫২ হাজার কিউসেক।
ফলে বুধবার সকাল থেকেই পানি বাড়তে শুরু করে নীলফামারী ও লালমনিরহাটের তিস্তা অংশে। হাতীবান্ধার দোয়ানী ডালিয়া ব্যারাজ পয়েন্টসহ ৭০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে পানি। আকস্মিক পানি বৃদ্ধিতে ব্যারেজের ৪৪টি স্লুইস গেট খুলে দেয়া হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
পানির ঢলে ভেঙে গেছে ব্যারেজের ফ্ল্যাট বাইপাস অংশের ৩০০ মিটার। প্লাবিত হয়েছে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দি আছেন চর এলাকায় প্রায় ১০ হাজার পরিবার।
আগামী ২৪ ঘন্টার মধ্যে তিস্তার পানি প্রবাহ কমে আসতে পারে, জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।
উজানের ঢলে কুড়িগ্রামে তীব্র গতিতে বাড়ছে তিস্তা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানায়, ১২ ঘন্টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১৩০ সেন্টিমিটার বেড়েছে। তবে নদীর পানি এখনো বিপদসীমার সামান্য নীচে।
জরুরী ভিত্তিতে বালুর বস্তা ফেলে চলছে ভাঙ্গন রোধের কাজ।