শিশুসহ স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
হারিয়ে যাওয়া শিশুসহ স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে গাইবান্ধার রামচন্দ্রপুরে গ্রামে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে স্বামী ও তার পরিবারসহ গ্রামবাসী।
নিজ বাড়িতে এই কর্মসুচী পালন করা হয়। এসময় ৪ মাসের শিশু সুমাইয়া আকতারসহ স্ত্রী মরিয়ম আকতার লিপিকে ফিরে পাওয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন তার স্বামী আব্দুল কাফিসহ অন্যরা। আব্দুল কাফি বলেন, গত ১৮ অক্টোবর সকালে তার বাড়ি রামচন্দ্রপুর থেকে ৪ মাসের শিশু সন্তানসহ স্ত্রী মরিয়ম নিখোঁজ হয়। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। কয়েকদিন অতিবাহিত হলেও সন্তান ও স্ত্রীকে খুঁজে না পাওয়ায় আজ সংবাদ সন্মলেন করা হয়। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।