নিবন্ধন কার্যক্রম শেষ হলেই শিশু শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
নিবন্ধন কার্যক্রম শেষ হলেই শিশু শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে ঢাকার একটি হোটেলে ফাইলোরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম নিয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আগামী ৩০ অক্টোবরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা মন্ত্রণালয়ে তালিকা পাঠানোর কথা রয়েছে। আর তালিকা হাতে পাওয়ার পরই এ কার্যক্রম শুরু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী মাসে কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আরও ৫০ লাখ টিকা আসার কথা জানিয়ে জাহিদ মালেক বলেন, শিডিউল অনুযায়ী ক্রয়কৃত টিকা আসলে প্রতি মাসেই তিন থেকে চার কোটি টিকা দেয়া সম্ভব হবে।