অতিরিক্ত গতি আর সচেতনতার অভাবে প্রতিনিয়ত সড়কে ঘটছে দূর্ঘটনা, ঝরছে প্রাণ
- আপডেট সময় : ০২:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
অতিরিক্ত গতি আর সচেতনতার অভাবে প্রতিনিয়ত সড়কে ঘটছে দূর্ঘটনা, ঝরছে প্রাণ। দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূর্ঘটনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশ। এসব দূর্ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার, অতিরিক্ত গতির যানবাহন ও ক্রুটিপূণ যান চলাচলসহ মহাসড়কে যত্রতত্র পথচারী পারাপার। তবে নিরাপদ মহাসড়ক গড়তে কঠোর অবস্থানের কথা জানান হাইওয়ে পুলিশ।
কুমিল্লা রিজিয়নে ৭১৭ কিলোমিটার সড়কে, ২০২১ সালের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত ১৬ হাজার ৬৪২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ৪ কোটি ৬৭ লাখ টাকা জরিমানা আদায় করে হাইওয়ে পুলিশ। আটক করা হয় ৮ হাজার ৭৯৯টি অটো, সিএনজিসহ চলাচল নিষিদ্ধ থ্রি হুইলার।
দীর্ঘ এ মহাসড়কে ১৮২টি হাইওয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের মাধমে কাজ করছে ২ হাজার ৭৩০ জন সেচ্ছাসেবক। দূর্ঘটনা প্রতিরোধে ২৮২টি ফিডার রোডের মাথায় স্থাপন করা হয়েছে সতর্কতা মূলক সাইনবোর্ড।
দূর্ঘটনা প্রতিরোধে নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অতিরিক্ত গতির যানবাহনের বিরুদ্ধে আইনপ্রয়োগ ও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ঝোপঝাড় পরিস্কারসহ বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সড়কে শৃংখলা ফেরাতে চেষ্টা করছে হাইওয়ে পুলিশ। জানালেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার। আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে নিরবচ্ছিন্ন নিরাপদ মহাসড়ক গড়তে কাজ করছে সরকার।