বাজারগুলোতে কোনোভাবেই কমছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম
- আপডেট সময় : ০২:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারগুলোতে কোনোভাবেই কমছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চিনি, চাল, ডালসহ সব ধরণের খাদ্যপণ্যের সাথে দাম বেড়েছে শাক-সবজিরও। আটা ময়দার পাশাপাশি দফায় দফায় বাড়তে থাকা ভোজ্য তেলের দামে এক বছরের ব্যবধানে এখন প্রায় দিগুণ। দ্রব্যমূল্যের টানা উর্ধগতিতে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বার বার বাজারে মনিটরিং না থাকার অভিযোগ করে কোন সুরাহা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।
এক বছরের ব্যবধানে সয়াবিন তেলের দাম প্রায় দিগুণ বেড়ে বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৫৫ থেকে ১৬০ টাকা। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কিছুটা কমলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগীসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্য। লাগামহীনভাবে দাম বাড়ার ফলে সবকিছু ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিম্ন আয় ও মধ্যবিত্ত শ্রেনীর ভোক্তাদের।
এদিকে চাল ও আলুর দাম অপরিবর্তিত থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবধরণের সবজি। টমেটু এবং গাজর বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকা দরে।
দিন দিন খাদ্য পণ্যের দামের উর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে সাধারণ ভোক্তারা। গত সপ্তাহের তুলনায় গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের দাম বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছে সাধারণ মানুষ।