আলাদা সড়ক দুর্ঘটনায় ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া ৫ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া ৫ জন নিহত হয়েছে।
ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছে। সকালে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার বোগদাদিয়ায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে চট্রগ্রাম মুখী দ্রুতগামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তন্তর এলাকায় মালবাহী ট্রাক ও সিএনজির সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫জন। গেলরাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দৃর্ঘটনা ঘটে।