দিন যত যাচ্ছে বরিশাল নগরীতে যানজট ততই তীব্র হচ্ছে
- আপডেট সময় : ০২:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
দিন যত যাচ্ছে বরিশাল নগরীতে যানজট ততই তীব্র হচ্ছে। অবৈধ যানবাহন থেকে শুরু করে যত্রতত্র সড়কের উপর পার্কিং এবং বাণিজ্যিক বহুতল ভবনগুলোতে পার্কিং না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যেনতেনভাবে চলছে অভিযান।এদিকে, বিট বাণিজ্য এখন অনেকটাই ওপেন সিক্রেট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে নগরী মাস্টারপ্লানের আওতায় আনার তাগিদ সুশীল সমাজের।
৫৮ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন। এখানকার সড়কে অনুমোদিত থ্রি-হুলার রয়েছে আড়াই হাজার। আর অবৈধ যুক্ত হয়েছে দ্বিগুনেরও বেশী। সিটি কর্পোরেশন থেকে ২ হাজার ৬শ’ ১০টি অটোরিকশার অনুমোদন দেয়া হলেও বর্তমানে ১০ হাজারের বেশী অটোরিকশা দাঁপিয়ে বেড়াচ্ছে নগরী।
যত্রতত্র পার্কিং;বাণিজ্যিক ভবনে পার্কিং না থাকায় এ অবস্থার সৃষ্টি
নগরীর প্রাণ কেন্দ্রে যানজট মুক্ত করতে বহুতল মার্কেট থেকে শুরু করে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তা সরানোর দাবি জানালেন নগরবাসী।
নগরীকে মাস্টারপ্ল্যানের আওতায় আনাসহ সর্বসাধারণকে সচেতন হওয়ার তাগিদ সুশীল সমাজের এই প্রতিনিধির। শীঘ্রই নগরীতে কোন ধরনের যানবাহনের অনুমোদন দেয়া হবে না বললেন, আরটিসি’র এ সদস্য। আর বিআরটিএ’র উপ-পরিচালক জানালেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর কথা।
এদিকে নগরীর ১৫ থেকে ২০টি স্পটে যানবাহনের চাপ থাকে সবচেয়ে বেশী। কিন্তু নগরীতে স্পট রয়েছে ৪০টি। কিন্তু সে অনুপাতে জনবল না থাকায় যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগকে।