উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চার মাদ্রাসা শিক্ষক ও তিন শিক্ষার্থীসহ ৭ রোহিঙ্গা নিহত
- আপডেট সময় : ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চার মাদ্রাসা শিক্ষক ও তিন শিক্ষার্থীসহ ৭ রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা “আরসা” ও “আল-ইয়াকিন” নামে দু’টি সন্ত্রাসী সংগঠনের অস্ত্রধারী সদস্য বলে দাবী নিহতদের স্বজন ও প্রতিবেশীদের। এদিকে, অস্ত্রসহ আটক হয়েছে মুজিবুর রহমান নামে এক সন্ত্রাসী। এ ঘটনায় ক্যাম্পজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
মাওলানা আবু সৈয়দ। ১৮ নাম্বার ক্যাম্পের ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়া” নামের একটি মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এসেছেন সন্ত্রাসীদের হামলায় নিহত সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের মৃতদেহ নিয়ে।
সন্ত্রাসীদের ভয়ে অনেকটা আতংকিত এই শিক্ষক এসএ টিভিকে জানিয়েছেন ঘটনার মূল কারণ। ক্যাম্পে বারবার সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছেন নিহতদের স্বজনরা।
এদিকে সংগঠিত ঘটনায় ২৯ সেপ্টেম্বর নিহত শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যাকারিদের যুগসুত্র থাকতে পারে বলে ধারনা করছেন কক্সবাজারের সচেতন মহল।
নিহত রোহিঙ্গারা হলেন, মৌলভী হামিদুল্লাহ, আজিজুল হক, ইব্রাহিম, মোহাম্মদ আমিন, মোহাম্মদ ইদ্রিস, হাফেজ নুর হালিম এবং নূর কায়সার। ময়নাতদন্ত শেষে ক্যাম্পের স্ব-স্ব কবরস্থানে তাদের দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।