সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন বন্ধে সাংবাদিকসহ সমাজের সবাইকে সোচ্চার হবার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
- আপডেট সময় : ০৮:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু ধর্মালম্বীরা। সকাল থেকে শুরু হয় এই সমাবেশ। এসময় হিন্দু পরিষদের নেতারা বলেন, সাম্প্রদায়িক হামলার কোন বিচার না হওয়ায় বার বার এই হামলা চলে আসছে। ইকবালকে যারা মানসিক রোগী বা ভবঘুরে বলছে, তারা ঘটনাকে ভিন্নখাতে নিতে চাইছে। এদিকে, সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন বন্ধে সাংবাদিকসহ সমাজের সবাইকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে রাজধানীর শাহবাগে দেশব্যাপি হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাটের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিন্দু পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান সমাবেশের আয়োজন করা হয়।
এই উপলক্ষ্যে সকাল থেকে রাজধানীসহ দেশের দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আস্তে থাকেন হিন্দু ধর্মালম্বীরা। এসময় তারা বলেন, সাম্প্রদায়িক এই অপশক্তিকে রুখতে না পারলে বঙ্গবন্ধুর সম্প্রীতির বাংলাদেশ গড়নে ব্যার্থয় ঘটবে।
হিন্দুপরিষদের নেতারা বলেন, বিচার না হবার এই অপসংস্কৃতির কারণে ইকবালদের মত ব্যক্তিরা এই হামলা চালাচ্ছে।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছড়াকার সাংবাদিক রফিকুল হক দাদুর স্মরণ সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন বন্ধে সবাইকে আরো বেশি সোচ্চার হতে হবে।
সাম্প্রদায়িক এই অপশক্তি যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য সামজিকভাবে তাদের বয়কট করতে হবে বলেও জানান মন্ত্রী।