সরকারের মদদেই দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সরকারের মদদেই দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিসহ জনগণের মৌলিক অধিকারের আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়া হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিকেলে এক আলোচনা সভায় একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতেই সরকার ধর্ম নিয়ে বিভাজন তৈরির খেলায় মেতেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন।
পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে সরকারকে দায়ী করেন।
জনসমর্থন না থাকায় নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি।
গণতান্ত্রিক পদ্ধতিতেই সরকারের পরিবর্তন চায় বিএনপি। সেজন্য সমমনা সব রাজনৈতিক দলকে জনসম্পৃক্ততা বাড়িয়ে ঐক্যবদ্ধ হবার তাগিদ দেন তিনি।