বাংলাদেশ ফুটবল দল কাল উজবেকিস্তান যাচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২১ কোয়ালিফায়ার্সে অংশ নিতে বাংলাদেশ ফুটবল দল কাল উজবেকিস্তান যাচ্ছে। এই সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে।
বিকেলে বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুর্ধ্ব-২৩ দলের প্রধান প্রশিক্ষক একেএম মারুফুল হক জানান, আগামি ২৭ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, সৌদি-আরব, উজবেকিস্তান ও কুয়েত অনূর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দল অংশগ্রহন করবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামীকাল সকালে উজবেকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।