যে কোন সাফল্যকে বিতর্কিত করাই বিএনপির কাজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
যে কোন সাফল্যকে বিতর্কিত করাই বিএনপির কাজ বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ইকবাল হোসেনের গ্রেফতারে যখন দেশের মানুষ স্বস্তিতে, তখন বিএনপি নানা সমালোচনা ও অপপ্রচার চালাচ্ছে।
বিএনপি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সবসময় প্রতিপক্ষ ভেবে আসছে দাবি করে তিনি বলেন, বিএনপি এখন সরকারের উপর দায় চাপাচ্ছে আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য আরো কিছু সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগ আগামী ১৯ নভেম্বর শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় উত্থাপিত হবে।